২১ সেপ্টেম্বর ২০২৩
প্রেসিডেন্ট
মার্কেটিং এলামনাই এসোসিয়েশন
ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিষয়: চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন ।


প্রিয় মহোদয়,


যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি শামসুর রহমান খান (৫৯) ঢাকার দিলু রোডের বাসিন্দা ও মার্কেটিং বিভাগের বি.কম অনার্স ১৯৮২-৮৩ ও এম.কম ১৯৮৫-৮৬ বর্ষের একজন প্রাক্তন ছাত্র । আমি বিগত ৪/৫ বৎসর যাবৎ কঠিন ও জটিল লিভার সিরোসিস রোগে আক্রান্ত । বর্তমানে শারীরিক অবস্থার প্রতিনিয়ত অবনতি হচ্ছে। ঢাকা এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক এর মতে আমার জরুরী লিভার Transplant করা প্রয়োজন যার চিকিৎসা বর্তমানে বাংলাদেশে নেই। গত আগস্ট-(২০২৩) মাসে তিন সপ্তাহ যাবত ভারতের চেন্নাইয়ের Rela Hospital চিকিৎসাধীন ছিলাম। ভারতীয় চিকিৎসকদের মতেও আমার জরুরী ভিত্তিতে লিভার Transplant করা প্রয়োজন। (চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত) এটা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা যা সম্পন্ন করতে আনুমানিক ৭০/৮০ লক্ষ ভারতীয় রুপি প্রয়োজন । উল্লেখ্য যে, আমি বিগত ৮ বৎসর যাবৎ বেকার জীবন যাপন করছি এবং আমার স্ত্রী একজন গৃহিনী বিধায় উক্ত খরচের কিয়দংশও ব্যয় করার সামর্থ্য আমার পরিবারের নেই ।


অতএব মহোদয়, উপরোক্ত বিষয়ের উপর সুনজর দিয়ে আপনি ও আপনার মাধ্যমে মার্কেটিং এলামনাই এসোসিয়েশনসহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিকট এই জটিল রোগের সু- চিকিৎসা করার জন্য আর্থিক সাহায্য করতে একান্ত মর্জি হয় । উল্লেখ্য যে, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সিরাজুল হক ও মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য মো: মনিরুল ইসলাম খান আমার একই ক্লাসের সহপাঠি ও ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের এ সহযোগিতা জন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।


বিনীত
শামসুর রহমান খান
নিম্নে আমার ব্যাংক তথ্য দেয়া হলো:


A/C Name: Shamsur Rahman Khan

A/C: 403312100003289 (Savings)
Shahjalal Islami Bank Ltd.
Eskaton Branch, Dhaka.
Mobile: 01711-438526

Letter from Marketing Alumni Association copied below :

যদি আপনার কোন প্রশ্ন থাকে, আপনি এই নম্বরে কল করতে পারেন :

Mobile: 01713199801

Md. Faruk Ahmed Talukder

General Secretary, Marketing Alumni Association

This message is approved/authorized by Prof. Dr Serajul Hoque, Marketing Department, Dhaka University

25 Views